শুভ জন্মদিন
-মোঃ আব্দুল আলীম
আজকে আমার যতই শুভ জন্মদিন
ভালোবাসায় তোমরা যতই করো সিক্ত
ভালোবাসা ছাড়া দেওয়ার কিছুই নাই
পথের ভিখারি করেছে ওরা,করেছে রিক্ত।
তবুও গুটি পায়ে নেইকো চলার শেষ
এ-মন-তো আর পাথর দিয়ে তৈরি না
ভালোবাসা পেতে দুয়ারে গিয়েছি ছুটি
তুমি দুহাত ভরে দাওনি,শুধুই বলেছো না।
ভবে,কখন যে কি হয়!কেউতো জানে না
পাশে এসে কেউতো আগের মতো বসে না
ভালোবাসায় কেউতো আগলে রেখে না
কিভাবে বেঁচে আছি ,কেউতো বলেনা।
হায়রে,জন্মদিন! কলি যুগে বাঁজাও বীণ
তবু কেন ঘটা করে পালন করি জন্মদিন
ঘরে নেই চাউল,ডাউল, পেটে নেই ভাত,
সবাইকে শুভেচ্ছা, আমার না-কি জন্মদিন।
######
মোঃ আব্দুল আলীম
চন্ডিপুর
মনিরামপুর
যশোর
রাত্রঃ ৪টা১০মিনিট।
সবাইকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইল।
শুভরাত্রি।