উরুতে মোর দুরু দুরু
কম্পিত হৃদয় হাসিবার চাই
তারুন্যের মাহেন্দ্রক্ষনেI
মানুষ নামের নরপশুর খপ্পরে,
উদ্ভাসিত,বলাকার ন্যায় ছুঁটেছি,
সুখ পাখিটি খাঁচায় হবে বন্ধি।
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
খুঁজে ফিরি সকাল সন্ধ্যা সাজেঁ
সুখ পাখিটি কোন দুয়ারে আছে।
এমনি দিনে তারে পাইয়া হাতে,
ললাটে মোর কত স্বপ্ন জাগে
মাকে নিয়ে সুখে থাকবো ঘরে।
হঠাৎ দুয়ারে খাড়া,বলিলো..ডেকে
ইউ বাংররা,কম্পিত হইল হৃদয়
যেটা ছিল স্বপ্ন ললাটে মোর
একেছিলাম সম্পদ হারিয়ে।
সব কিছু আজ এলোমেলো  লাগে
তাহলে কি সব কিছু শেষ?
এখনি হাতের কজ্বিতে উঠিবে কড়া?
লইবে কারাতে মোর।
দুর...হতে আরো পাঁচ ছয় জন,
কাছেতে এসে,হাতকড়া পরিয়ে কারাতে দিল ঠেলে।
কারার এই লৌহ কপাট,চিবুক ভেদিয়া রক্ত জমাট,
বুকের কথা,অশ্রু ঝরা চোখের পানি,
সব একাকার বন্দী শালায়।
পরাধীনের শিকল হতে মুক্তি আমি পাবো কবে,
মা-যে আমার শুনেছে আমি বন্দী শালায়।
আমার মায়ের বুক ফাটে-তো মুখ ফোটেনা
জীর্ণ,শীর্ণ,শুকনো কাঠের দেহ হতে।
মা-যে আমার অনুপ্রেরণা,
মা-যে আমার শক্তি।
মা-যে আমার স্বপ্ন দেখায়
খোকা তুমি বন্দী শালা হতে........
মুক্ত হয়ে আসবে কবে আমার কোলে?
হঠাৎ আমার ঘুম ভেঙ্গে যায়,
মাকে যে আজ শুধুই মনে পড়ে।
মা,আমি আসবো ফিরে তোমার কোলে
প্রভূ সহায় হবে যেদিন,
সে দিনেরই পথ চেয়ে রই।
হঠাৎ আমার ডাক পড়ে যায়........
পাশের ঘরে চলো.......।
সারি-সারি লোকের পিছে আমায় নিয়ে ঠাঁসে
একটি একটি করে আসছে ফিরে ছটফটানী দেহ নিয়ে,
তা দেখে,আমার জানটি যায় ছিঁড়ে।
হঠাৎ আমার ডাক পড়ে যায়........
ভিতর যেতে হবে।
ভিতরে সব আচ্ছা এয়্যা.......
আরব্যোপন্যাসের স্বপ্নপুরী রাজ্যের গল্প কথা,
পোষ্ট মাষ্টার মতিয়ার কাকার কাছে শুনেছি ছোট বেলা।
এ যে সত্যি সেই আজব দেশ......
এখানে নগ্ন দেহে দেয় যে চিবুকেরই দাগ যে কেটে,
হায়রে!!সভ্যতার এই যুগে........।
আজ যে দেশের মানুষ
কাড়ি কাড়ি টাকা আনছে বিদেশ হতে
কেউ কি রেখেছি তাদের খবর?
কি কষ্টে যুগিয়েছে তারা টাকা।
এমনি সন্ধিক্ষনে,জানটি মোর যায় যে ছিড়ে
তবু আমি ছিঁকল পরা বন্দীশালা হতে
মুক্ত হতে পারিনা আজ
কষ্টের যে যন্ত্রনা, ললাটে দিয়েছে লেপে।
ললাটে মোর একটি আশা......
সৃষ্টির শ্রেষ্ঠার কাছে মাঙ্গি হাত জোড় করে
"যে জ্বালা দিয়েছো তুমি খোদা আমার ললাটে
বহিবার ক্ষমতা দাওহে খোদা....
ফিরিয়ে দাওহে খোদা আমার মায়ের কোলে।
আর যে পারিনা,এবুকেতে বড় ব্যথা,
ফিরিয়ে দাওহে খোদা বাংলার বুকে...।
বাংলার বুকে ফসল ফলিয়ে আনবো তাতে সোনা।"
এই অসভ্য দেশে আর নয় ভাই.........
সভ্যতার এই যুগে।
"ফিরিবো যখন কারার এই লৌহ কপাট ভেঁদে
লাল সবুজের পতাকার দেশে।
কৃষক হয়ে ফলাবো ফসল, মাঠটি জুড়ে।
সোনার রবি তুলিবো ঘরে
তাতেই কাপড়,তাতেই ভাত।"
তখনতো আর পরাধীনের বুকে নয়
সুখ পাখিটি তখন শুধুই আমার।
                     ############
১৯৯৬ ও ১৯৯৭ সালের কয়েক মাস সিঙ্গাপুর জেল খানায় বন্দীর সময় রচিত।