সুখ
-মোঃ আব্দুল আলীম

খোদা জন্মেছি বাংলার বুকে
তাইতো গাই তোমার গুনগান
তুমি আকাশ তুমি বাতাস
মাটি পানি দিয়ে প্রাণ।

শষ্য শ্যামল ফলে ফুলে
তোমার ভূবণ সোনাই মোড়া
তাইতো জুড়াই সকল আশা
সকল প্রাণী পাঠিয়ে জোড়া।

খোদা তুমি দাওনা দেখা
দুয়ার ভান্ডার দাওনা খুলে
রোজ নামাজে ঠেকাই মাথা
বেহেশতের দ্বার দাওনা খুলে।

খোদা তুমি দাওনা আমায়
রোজ হাসরে বেহেশতের সুখ
যতোই দেখি তোমারও মুখ
ভুলতে পারিনা কিযে সুখ।
      #######
মোঃ আব্দুল আলীম
   রাজগঞ্জ বাজার
          যশোর
    ০১/০১/২০২২