লোভী
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
পৃথিবীতে কেন এতো মানুষের ভেদাভেদ
অহঙ্কার পরনিন্দা বাড়াবাড়ি মিথ্যাচার
অপবাদ অপমান দাওখোদা সহিবার
চাঁদেরও কলঙ্কের দাগে আছে কতো ক্ষেদ।
যতো গড়ে অট্টালিকা খাইখাই নেই লাজ
কেউ বলে নীতিবান, কেউ ভরে নিজ প্রাণ
সমাজের চোখে তারা সাদাসিধা ভগবান
দিগ্বিদিক ঘোরে ফেরে তবুতারা পরে তাজ।
সদালাপী রঙ্গমঞ্চে ঠকানোর ছায়া ছন্ন
ভাগ্যদোষে সর্ব শান্ত অন্ন দান ভূলন্ঠিত
স্মৃতিময় অন্ত জ্বালা কে আপন দেহতত্ত্ব
সর্ব অঙ্গ মৃত প্রাণ বেশভূষা মতো ছন্ন।
দৃষ্টিজুড়ে মরুঝড় বর্ষা ঝরে হৃদ জুড়ে
দোষ ভেদে রঙ্গরস আপনের কাঁধে মেলো
ঐ আকাশে লক্ষ তারা চাঁদ ঠিক দেয় আলো
তবু তারে তীর বিঁধে অর্থলোভী দেয় ছুঁড়ে।
############
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর।
০৫/১২/২০২১
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪