খোদা অন্ত জ্ঞানী
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)

খোদা তোমা মেহ রাব আজ মনে প্রাণে ধরি
পাপী তাপে পূর্ণ দেহে যেতে নাহি অন্ধ গোরে
তুমি দাও খুলে দ্বার সত্য পথ রাস্তা মোরে
অন্ধ গলি ছেড়ে দিয়ে আলোকিত পথ ধরি।

কাদাজল ছুড়াছুড়ি মেতে আছি রংতুলি
হানাহানি মারামারি মনোবল যায় ছুটে
দেহ জুড়ে ভয়নাই একদিন যাবে লুটে
খোদা তোমা নিয়ামক খেয়ে বাঁচি তবু ভুলি।

ঈমানের সঙ্গ ছেড়ে অন্ধকারে পড়ে ধরা
ইসলাম শান্তিময় ধর্ম রূপে আগমন
অন্যায়ের প্রতিবাদী জয়করে বিশ্বমন
শেষ দিনে বিচারের কার্য দিন খাবে ধরা।

হে ন্যায়ের ঝান্ডাধারী বিচারের পাল্লা মানি
দিবাস্বপ্ন দেখি আমি আলোকিত পাথ ছাড়ি
দেহতরী দাও খুলে ঈমানের দেবো পাড়ি
গুণাবলি মাপ করে দাও খোদা অন্ত জ্ঞানী।#############                                                                 মোঃ আব্দুল আলীম
   রাজগঞ্জ বাজার
           যশোর
    ১১/০১/২০২২
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪