পাপ পূর্ণ
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)

ফুল বনে অঙ্গ ঢঙে নেচে-গেয়ে মাতে মন
ভেদাভেদ ভুলে গড়ে জ্ঞানীগুণী মহাজন
যেনে বুঝে করো পাপ সবে দেখে ভাঙে মন
কাঁদে মন বাড়ে জ্বালা স্বপ্ন বুনা গড়া বন।

নগ্ন মুড়ে ছন্ন ছাড়া বিশ্ব জুড়ে খেলে খেলা  
বেছে নেয় কোটি পতি পরকীয়া দেয়ঝাঁপ  
বিশ্ববাসী দেখেশুনে থাকে সবে চুপচাপ
গরীবের ভালোবাসা,কোটিপতি লীলাখেলা।

এজগৎ সংসার ভোগবলি সব মিছে
যতোটুকু প্রয়োজন ঢেরবেশি চাই আজ
জাতিস্বত্বা ছিন্নভিন্ন অবক্ষয় নেই লাজ
সত্যছেড়ে স্বপ্নলোকে পড়ে ধুঁকে অন্ধ পিছে।

একদিন যাবে তুমি সবে ছেড়ে অন্ধকারে
সেই দিন আর নাহি পারো ক্ষনে রঙ পাল্টে
পাতা জাল খানখান যাবে সব দ্বার ভোল্টে
লোভে পাপ পূর্ণ হলে বন্ধ হবে একেবারে।
                                ######
                       মোঃ আব্দুল আলীম
                          রাজগঞ্জ বাজার
                                 যশোর
                         ২৪/০৮/২০২১
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪