তোমার হাতে হাত রেখে
মরতে পারি নদীর জলে
প্রতিক্ষায়-তুমি আসবে রাতে
প্রজাপতির ডানা মেলে।
দু'জন মিলে উড়ে যাব
গুরুপাটনীর খেয়া ঘাটে,
হচ্ছে আরেক"ভাসমান সেতু"
করছে কাজ দ্রুত বেগে সংকল্প এটে।
বাহ্ কি মজাইনা হবে.......
মাঝে মাঝে মধুচন্দ্রিমা রাতে
ভাসমান সেতুতে ঘুরবো হেটে
পায়ের ব্যথা টস্ টস্ করছে বাতে।
ধুপ করে স্বপ্ন যায় নিভে
তুমি ছুড়ে দিলে মোরে নদীর জলে
ওগো উঠাও,বুকেতে নাও
তোমার স্পর্শে,গড়বো সংসার অতীত ভুলে।
নাওনি বুকে,একদিন তুমি কাঁদবে বসে,
সব যাতনা একাকার হবে চোখের জলে
সেদিন তুমি পাবেনা আমায়
যতই এসো, অতীত ভুলে।
#######