পুষ্পোদ্যান
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
কবিতার বর্ণমালা,তুমি কেন?নিস্তব্ধতা!
পৃথিবীর ঘূর্ণিপাকে অবজ্ঞার পিছুটান,
পাষাণের নিঃশ্বাসে নির্বাসিত অভিমান
পূর্ণিমার জোছনায় জীর্ণশীর্ণ বিষন্নতা।
ভাঙ্গাগড়া সর্বনাশা ইতিহাস শব্দবলী
দানবের কালগ্রাসে বাণীশুধু বদ্ধদ্বারে?
আধুনিক শব্দজট খুলেদাও অন্ত দ্বারে
সভ্যতার জয়গান শৃঙ্খলিত চোরাগলি।
পথহারা সর্বহন্তা আমি এক শুকতারা
তীর বিঁধে এঁকে দেয় বিধাতায়!ক্ষতচিন্ন;
আড়ালেই লুটরাজ হুংকার ছিন্নভিন্ন
সততার অবদান রাখে নাতো কুলহারা।
মায়াময় ধরণীর মানবতা পিছুটান
বুলেটের লেগে থাকা আগুনের লেলিহান,
প্রজাপতি মেলে দাও অন্ধকার বলিদান;
ফুল ফুটে মরুভূমি সুগন্ধির পুষ্পোদ্যান।
#########
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর
০৭/১২/২০২৪
ক+খ+খ+ক= ৪+৪+৪+৪