ফিঁঙ্গের আহার
-মোঃ আব্দুল আলীম
উতলা হাওয়া,
মনের মধ্যে দোল দিয়ে যায়।
সবুজ মাঠে,ফসলের ক্ষেত,দুলছে হাওয়া,
নাচছে সারা সবুজ মাঠ।
ফড়িং যখন ঘুরছে মনের আনন্দে
ফিঁঙ্গে সেটা দেখে বলছে,আমি বলেছি,
আমার এ ভুবনে,তুই পারবিনে বিচরণ করতে।
তোকে দেখলে,করবো আমি কুপ কাঁত?
ফিঁঙ্গে উড়ে ধরলো ঠোঁটে।
ফড়িং বলছে- সাঙ্গো হলো সব।
জীবন বুঝি এবার গেল!
পৃথিবীর বুকে ঘুরে ফে'রা,
স্বাধীন ভাবে আহার করা,
এমন সুন্দর পৃথিবীর মায়াজাল থেকে
ভাবিনি কখনো এতো অল্প বয়সে,
এই নিষ্ঠুর ফিঁঙ্গের আহার হতে হবে।
সত্যিই এই বুঝি গেল
আমার এ দেহ হতে প্রাণটা চলে।
অমনি আমার হাড়গোড় মুচকে দিয়ে
এ সুন্দর পৃথিবীর মায়াজাল থেকে
জীবন প্রদীপ দিল নিভিয়ে।
পৃথিবীর বুক হতে নিষ্ঠুর কষাঘাতে
ফিঁঙ্গের আহারে পরিনত হয়ে।
হে,আগামীদিনের বংশধর!
তোমরা সাবধান
কালো মানিক এই ফিঁঙ্গে থেকে।
হে,বন্ধু বিদায়....চিরবিদায়।
######
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর
১০/৯/১৯৯৬ হতে ১৬/০১/১৯৯৭
পর্যন্ত সিঙ্গাপুর জেলখানা বন্দী
অবস্থায় লেখা।