মহামারী
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)

বিশ্বমাঝে হাসিমাখা স্বপ্ননিয়ে ঘুরি ফিরি
সবকিছু ঠিকঠাক বিশ্বে এলো মহামারী
নাম তার এ করোনা থেমে গেল বিশ্ববাসী
অভাগীর দেশে মোরা স্বপ্নলোক ভেবেমরি।

আহামরি কর্মহীন মানুষের আহাজারি
সাধারণ সবকিছু চলাচল বন্ধ আজ
গরিবেরা ধুঁকে ধুঁকে অনাহারে খোঁজে কাজ  
গরীবের হাহাকার ধনীদের বাহাদুরি।

পথঘাট হলো বন্ধ বিত্তশালী মহা নগ্ন
ঐ-যে রব দেখে শুধু মানবের কৃতকর্ম
অগ্নিমূর্তি হয়ে ওঠে মহামারী সৃষ্ট কর্ম
নরাধম জাতি আজ ভেদা ভেদ নিয়ে মগ্ন।

সব দেখে রবে হাসে মানবের সৃষ্ট দুখ
বিশ্বজুড়ে হাসিমাখা মুখটাকে স্বপ্ন পিষ্ট
স্নেহস্পর্শ বিভাজনে যাতাকলে পিষে তুষ্ট
মহামারী নিঃসঙ্গ বিশ্ব হাসি কেঁড়ে সুখ
                                  ######
                       মোঃ আব্দুল আলীম
                          রাজগঞ্জ বাজার
                                 যশোর
                         ২৪/০৮/২০২১
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪