গৌধুলি লগ্নে ঐ পশ্চিম দিগন্তে
রাঙ্গা কচির মতো এক ফালি চাঁদ
আকাশ ফুঁড়ে উঠছে জেগে
তাইনা দেখে খোকন নাচে সারা রাত।
সকাল হলে নতুন জামা টুপি পরে
ঈদের নামাজ পড়তে যাব পিতার হাত ধরে
ধনী গরীব এক কাতারে নমাজ শেষে
কোলাকোলি সেরে আনন্দে পড়বে মেতে।
বন্ধুরা সব একে একে জুটবে এসে
সবে মিলে ঈদ আনন্দে যাবে মিশে
বাড়ী ফিরে ফিন্নি,কাবাব,মিষ্ট খাব
তার পরে মা ও বাবার সাথে নানা বাড়ীযাব।
############
রাজগঞ্জ বাজার
যশোর।
১৪/০৬/২০১৮