স্বপ্ন ছাই
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
স্বপ্ন ছিল পড়া লেখা শিখে হব বড় কিছু
পারিনাই কল্যানের যাহা ভাবি দিতে আজ
ছন্নমতি ভবঘুরে ভাবে লোকে দেয় লাজ
তবু লাজ নেই আজ কবিতার নিয়ে পিছু।
ভাবি সত্য ন্যায় বাক্য নিয়ে সুখী কয়জনে
সদা সত্য পথে চলে তার দেহে নিত্য ভয়
পাপীতাপী নয়ছয় চলাফেরা বিশ্ব জয়
সত্য মিথ্যে পাপী গড়ে শান্তি পাই জয় মনে।
বিশ্ব মাঝে পাপী ভাবে তাকে নিয়ে সবে লেখে
পাপী দের দাবানলে বিশ্ববাসী ছারখার
তবুতারা নতশির হয়নাকো কারবার
ক্ষত অঙ্গে ভুক্তভোগী কষ্ট বুক ভাঙে দেখে।
রঙ তুলি দিয়ে তাল বাদ্য বাজে কবিতায়
বিশ্ব মাঝে স্রোতা শুন্য কাব্য রচে কবিগণ
অ আ ক খ বর্ণমালা নহে পড়ে জনগণ
পড়া লেখা ছন্দ হেরে ভবঘুরে স্বপ্ন ছাই।
######
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর
১৫/১০/২০২১
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪