স্বপ্ন
-মোঃ আব্দুল আলীম

ঐ আকাশে উড়ছে পাখি
নরম হৃদয়ে দিয়ে ফাঁকি
সাদা মেঘে করছে খেলা
স্বপ্ন গুলো লুকিয়ে ভেলা।

মন মাতানো পাখি কাঁদে
পড়ে সেতো মেঘের ফাঁদে
কেমন করে ফিরবে বুকে
তাঁরই স্বপ্ন চোখে মুখে।

এমন মেঘে লুকো-চুরি
রোজ খেলেছি বাহা-দুরি
আজ কেন এমন দশা
মেঘ সরিলে ফিরবে আশা।

আবার এসে গাইব গান
তখন তোমার নেইযে প্রাণ
ভালো বাসার মানুষ খোঁজে
উড়াল দিবো মেঘের ভাঁজে।

ঠিক তখনই প্রভু এসে
কানে কানে বলে এসে
মেঘ সরিয়ে দিলাম তোরে
নবীর রওজা খোঁজ মোরে।
               ######
       মোঃ আব্দুল আলীম
           রাজগঞ্জ বাজার
                   যশোর
           ২৪/০৯/২০২১