"অবক্ষয়"
মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
জগতের ভালোবাসা রুদ্রদীপ জাগরণ
বক্ষদেশ ছন্দ তালে ঘূর্ণি বাতে মাতেমন
জাতিগত ভেদাভেদ ভুলি গড়ি শনশন
কভু মান দেয় ধরা সব ভাবি তুচ্ছজ্ঞান।

নগ্ন রঙে অঙ্গ নেচে বিশ্ব মাঝে স্বপ্ন গড়ি
লাজ হীন প্রেমকাব্যে ছিন্নভিন্ন অবক্ষয়
স্বপ্নবান দগ্ধঘ্রাণ নির্জনতা আঙ্গিনায়
আজ বিশ্ব নীল ক্ষয় স্বপ্নহীন মাত্রাছাড়ি।

শিক্ষার্জন ভুরি ভুরি কুশিক্ষার ছড়াছড়ি
আইকন আসে যায় প্রয়োগের নেই কূল
তাই আজ অনাচারী কুৎসিত আঞ্জা মাল
নেশাখোর ছয়লাব ধর্ষণের বাহা কুড়ি।

আপলোড ইন্দ্র ভেজে অন্ত কাঁদে দেখি যতো
নগ্ন মুড়ে গড়ি মোরা স্বপ্নলোক স্বর্গোদ্যান
প্রেমকাব্যে আধ্যাত্মিক সরলতা জয়গান
ফিরে মান আলো কের উদ্ভাবন মতো যতো।।
                            ########
                       মোঃ আব্দুল আলীম
                          রাজগঞ্জ বাজার
                                 যশোর
                         ০৫/০২/২০২১
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪