একখন্ড মেঘ সূর্য্যকে ঢেকেছে আড়ালে
তোমার কালি মাখা মুখ নাই বা বাড়ালে
যতই আসুক মেঘ,সূর্য্যকে ঢাকে
আড়ালে সে তো সৃষ্টিকর্তাকে ডকে।
তুমি ভাবছো? সরবেনা কখনো মেঘলা
এক সময় মেঘ সরিয়ে আসবে রংধনুর খেলা
সেদিন তোমার হাসি মাখা মুখ,মলিন অন্ধকার..........
ফুটবে না কোন কথা,বন্ধ,বিধাতার দ্বার।
##########
রাজগঞ্জ বাজার
যশোর।
১৫/০৬/২০১৮