অঙ্গিকার
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
সুপ্ত অঙ্গে আনন্দের ঢেউ জাগে সারাক্ষণ
উষ্ণতার ছায়াতলে হৃদ পূর্ণ প্রাণ দোলে
দিনরাত স্বপ্নলোক বাঁধে মন দুলা ছলে
পৃথিবীতে মহামূল্য মানবের সুস্থ মন।
কেন আজ নেই ভবে মানবের বক্ষে সুখ
কলুষিত পাপাচার কালো মেঘ কাঁধে ভর
তবু কেন মিথ্যাচার করে সবে নেই ডর
স্মৃতিটুকু ফেলে আসা নেই লাজ তারে সুখ।
যুগটাই হানাহানি নিন্দুকেরা ধরে হাল
সভ্যতার যুগে তাই আধুনিক গান গাই
সততার মর্যাদার বেচাকেনা করে খায়
কেন করি বাড়াবাড়ি থাকবেনা চিরকাল।
দিকে দিকে কালি পূর্ণ মরুভূমি অন্ধকার
ভেদাভেদ ভুলি গড়ি সত্য পথে সদা চলি
বিধা তারে ডাকি ভবে মানবের বক্ষে ধরি
মিথ্যা ছেড়ে সত্য ধরি করি সবে অঙ্গিকার।
########
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর।
১৫/০৬/২০২১