প্রতারণা
মোঃ আব্দুল আলীম
পাথর গলে পড়বে হ্রদে
গাঁথছি মালা পরবো গলে
সুখের ভেলায় ভাসিয়ে আজ
হৃদয়ে স্বপ্ন মাতম তোলে।
কখন আসবে মহেন্দক্ষন
তোমার পরশে জুড়াবে মন
সোনার হরিণে জীবন রঙ্গিন
অধীর পানে গুনছি দিন।
পাথরে ফুটাতে চেয়েছি ফুল
ভাবনাটা ছিল মোর ভুল
আজও প্রেমে বাজেনি মল
এখনও বুঝিনি প্রতারণার কূল।
######
রাজগঞ্জ বাজার
যশোর
১৪/০১/২০১৯