দহন
মোঃ আব্দুল আলীম
কত যে রজনী পাইনি ও সজনী
তোমার হাসি মাখা মুখ,মায়াবী চাহনি
সবই গিয়াছ ছাড়িয়া,অন্যের ঘরনি একে
আনন্দেরই বন্যা, শুকিয়ে ক্ষত একে।
                            
হায়রে!নিয়তি, পোড়া কপাল মোরে?
কোন মহেন্দ্রক্ষনে খুলিবে কাঙ্খিত দ্বারে
লালবেনারশি পরে আসিবে বধূ বেশে
নিমিষে, বুকের দহন যাইবে নিঃশ্বেসে।
                                   ########
                                   রাজগঞ্জ বাজার
                                           যশোর
                                    25/07/2018