পোড়া মন
মোঃ আব্দুল আলীম
উথাল প্রেমে লেগেছে ঢেউ
বাঁধ ভেঙেছে সয়না তর
দিনরাত করছ চুরি মনটা
সুখের আশায় বাঁধবো ঘর।
আশার আলো নিয়ে বুকে
দিক্বিদিকে ছুটে মরি
হৃদয় হরণ,নাপারি প্রকাশ
কোন কূলে ভিড়াইব তরী।
কোথায় গেলে তারে পাবো
দুঃখের মাঝে সুখের দেখা
আজ,সকল দুয়ার চাবি মেরে
ভাঙ্গলে সুখের সকল আশা।
#######
রাজগঞ্জ বাজার
যশোর
০৪/০২/২০১৯