ভাঙ্গা মন
মোঃ আব্দুল আলীম
তোমার দুয়ারে আনন্দ ধারা
চোখ দু,টি স্থির বাঁধা
আনন্দেরই সুখের বাঁধন হারা
ধুপ করে নিভেছে তারা।
অন্তরে বিষাক্ত কাঁটা খাড়া
যতই তুমি দাও জোড়া
মনটা আজ ভাঙ্গা চোরা
আজও লাগেনি মনের জোড়া।।
#########
রাজগঞ্জ বাজার
যশোর
30/11/2018