হৃদয়ে রক্তক্ষরণ
মোঃ আব্দুল আলীম
হৃদয়ে রক্তক্ষরণ সব নিয়েছো কেঁড়ে
পাথর চোখের দৃষ্টিতে সব গেছে মুড়ে
শিশির ভেঁজা সবুজ ঘাসে উদ্যমে চলা
আজকে সেইপথে পড়েছে শুধুই মলা।

কেন তুমি বুঝে বাড়িয়েছ এতো জ্বালা
পুড়ে পুড়ে দেহে শুধুই আলা ফালা
পারিনা সহিতে ধরাধামে পড়েছি নুয়ে
কেন এমন খেলা খেলো আমারে ছুয়ে।

ছকের গুটি মারছো শুধুই দেখে শুনে
তুমিও বুঝিবে পড়বে যখনই ধরা বুনে
সকল সৌরভ বিলীন ঠুনকো চরকা কলে
কেউ নেই পিছে তবুও থাকবো ভুলে।
                     ##########
                  মোঃ আব্দুল আলীম
                    রাজগঞ্জ বাজার
                         যশোর
                     ১৩/১০/২০২০