কালিমা  
মোঃ আব্দুল আলীম
বুকের ভিতর ভর করেছে দুঃখের কালিমা
যতনে মুড়ে রেখেছি পরিয়ে বকুল মালা
অনেক কষ্টে হাসিখুশিতে সমাজ বজায় রাখি
আজ যে সুখের দেখা হৃদয় ছুয়া বাকি।

যৌবন উত্তাল ঢেউয়ে মাতম তোলে বুকে
কতো যে বছর ফিরেছি মনঃকষ্টে ধুঁকে
উষ্ণ আলিঙ্গন অপেক্ষায় কাটে দিন-রজনী
দুঃখের কালিমা মুড়ে,স্বর্গোদ্যানে পাবো সজনী।।
                       ######
রাজগঞ্জ বাজার
      যশোর
২৪/০২/২০২১