বাংলা ভাষা
-মোঃ আব্দুল আলীম
বাংলা ভাষা কবি একত্রে গড়েছো প্রলয়
তাইতো তোমার নামে ওরা ভৃত সংশয়,
পদকের লোভে,যোগ্য কবি পায়না সম্মান
দু'সহস্রাধিক কবির,কাব্যে তুমি মহান।
বাংলা ভাষা কবিতায় দিয়েছে যাঁরা প্রাণ
হোকনা সে অতি নগন্য,তবু দিও সম্মান।
বিশ্বে তুমি গর্বিত,প্রবীর কুমার বিশ্বাস,
ধন্য,পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থে আমার নিশ্বাস।
যতোই বাঁধা আসে আসুক করবোনা ভয়,
জীবনের সেরা মুহূর্ত এঁকে করবো জয়
সংকীর্ণ মানবতার হবেই পরাজয়
বাংলা ভাষার নক্ষত্র জ্বেলে,বিশ্বে বিস্ময়।
######
২৫/০৫/২০২৪
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
মনিরামপুর, যশোর।