"পরকীয়া"
- মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)

আহামরি এলোকেশী রূপবতী প্রেমে পড়ি
লোভে পড়ে ধরাশায়ী গোলমাল পরিবার
সবে বলে পরকীয়া অপরাধে ছারখার
কোন বাধা নাহি মানা ভালোবেসে দিব পাড়ি।

ছেলে মেয়ে যতো থাক কোন কিছু নাহি বাধা
সবকিছু ঠিকঠাক পিছুটান নাহি মানা
সমাজের কাছে আজ ভালো লোক হাতে গুণা
মর্তলোক ছারখার মোবাইল হাতে যার।

সেই আজ বুঝে হায় ভালোবাসা একি হাল
বুঝিনাই একি নেশা ভালোলাগা কথাবলা
হুশ নাই বেসামাল পরিস্থিতি মোকাবিলা
রাস্তাঘাটে মেয়েদের দেখলেই পাতে জাল।

সমাজের নয়ছয় চলাফেরা একি হাল
অর্ধনগ্ন জামা পরে দেহ টাকে মেলে ঘোরে
তাই আজ অনাচারী লীলাখেলা দ্বারেদ্বারে
মোবাইল পরকীয়া অবক্ষয় কলি কাল।
                                ######
                       মোঃ আব্দুল আলীম
                          রাজগঞ্জ বাজার
                                 যশোর
                         ২৯/০৮/২০২১
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪