আপন পর
-মোঃ আব্দুল আলীম
এ-ই বালাখানায় সাধু বেশে ঘর বানিয়ে আমি রই
আমিতো সেই ঘরের মালিক নই।।
তবু কেন জায়গা জমি নিয়ে আমরা করি বিরোধ
হানাহানি করি মোরা করি সবে ক্রোধ।
আরাম আয়েস থাকব বলে অট্টালিকা গাড়ি
সঙ্গে কিছু যাবেনাতো যাবো সবাই ছাড়ি
এ ছোট্ট সোনার জীবন নৌকায় আমি দুঃখের মাঝি
স্বার্থ ছাড়া কেউ,আমার দুঃখ হয়নি নিতে রাজি।
হঠাৎ ঝড়ে ভাঙ্গলো ঘর উড়াল দিলো ঠিকানা
কে যে আমি কে যে তুমি আজও চিনলে না
যখন আমি হারিয়ে যাবো বুঝবে সেদিন যন্ত্রণা
আমায় সেদিন পাবেনাকো যতই পড়বে মন্ত্রণা।
############
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর।
২৪/০৯/২০২১