হিসাব
মোঃ আব্দুল আলীম
বিধাতা আমারে করেছে দুখি
তবুও তোমারে দোয়া নিয়ে সুখী
নিজেকে নিয়ে নেই কোনো ভাবনা
আল্লাহ ছাড়া কোন ভয় করিনা।
এ জগত সংসার সবাই মিছে
আজ ছুটছি সবে ভুলের পিছে
ধনসত্ত্বে যতই করি বাহাদুরি
থাকবেনা যতই করি অহংকারী।
একদিন যেতেই হবে ঐ ঠিকানায়
হিসাব হবে সেদিন কড়ায়-গণ্ডায়
পারবিনা সেদিন করতে কানা
আজরাইল তোকে ছাড়বে না।।
######
রাজগঞ্জ বাজার
যশোর
০৯/০২/২০২১