আজকের আকাশে ফুটেছে অনেক তারা
সূর্য উঠা দিনতো ছিল আলোয় ভরা
আজকের রাতে জোসনাটা আরো সুন্দর
৫ই জুন, জন্মদিনে ভরেছে অন্তর।
অনেক কবিদের ভিড়ে চুপচাপ
আগামী পৃথিবী রাখবে কবিদের হাতের ছাপ
আগামী দিন মুখরিত করবে নতুন প্রজন্মরা
সম্ভাবনার দ্বার খুলবে নতুন নতুন ধারা।
আজকের জন্মদিন হোক আরো সুন্দর
উচ্ছাস আবেগে ভরা সোনা রৌদ্দুর
চাওয়া পাওয়ার ব্যবধানে যারা নিঃস্ফল
বাংলা কবিতা ওয়েবসাইটে হাসে কবিরা সকালবিকাল।
৪৬তম জন্মদিনে প্রশান্তির হাসি হেসে
বরণে,সব কবিদের মাঝে ভাসি,
মুখরিত হোক সব কবিদের জন্মদিন তব
প্রস্ফুটিত গোলাপের পাপড়ির সুগন্ধে ধন্য হব।
###########০৫/০৬/২০১৮
রাজগঞ্জ বাজার
যশোর