স্তব্ধ সন্ধ্যায়, এই অবেলায়
কথাহীন কেটেছিলো কিছুসময়
তোমার পানে চেয়েছিলাম, দেখিতে পাই
কালো টিপে খোলা চুল - আকাশের একটি শুকতারা - হারিয়ে যেতে যেতে
ভাবলাম আর কতদূর গেলে
একবারে বিলীন হওয়া যাই!
ফেরা যাই না, ফেরা হয় না
তোমার পানে তাকানো যাই না
অদৃশ্য দেওয়াল যে নিজেকে
আড়ালে রাখে তাকে ছোঁয়া যাই না।
আচ্ছা, অস্বস্তিতে পড়েছিলে নাকি ফেলেছিলে
নাকি অস্বস্তি আমাদের মাঝে দেয়াল তুলে দিলো!
কতোজনে কতকথা কয়, আমার কথা
হারিয়ে খোঁজে তোমায় অজানায়
পেয়েছিলাম দেখিতে তোমায়
এটুকুই কি আমার বড় পাওয়া নয়?
কথা কি ফুরিয়ে যায়
নাকি কথা খুঁজে পায়না তোমায়
বলেছিলাম - "কেমন আছেন"
"এই তো যাচ্ছে"- পেয়েছিলাম
প্রতিউত্তর- বেজেছিলো কানে তার ধ্বনি
এখনো শেষ হয়নি- বাজিতেছে হৃদয়ে
কথার খোঁজে নাকি তোমার খোঁজে?