স্বপ্নরা আমাকে স্বপন দেখায়-
রীতিমতো উপহাস করা শুরু করে দিয়েছে
তারা বলে, আমাদেরকে নিয়ে তো অনেক পরিকল্পনা করেছিলে
আজ কোথায় তব আয়োজন?

স্বপ্নের সমাধিতে দাঁড়িয়ে নির্জনে একা প্রার্থনারত
উপহাসে ফেটে পড়ে তারা - নির্লজ্জ হাসিতে!
স্বপ্নের কলিজা চিবিয়ে খেতে থাকা আমি স্তব্ধ
কোন জবাব না পেয়ে তারা আরো চেপে ধরল।

আমার ইচ্ছে হচ্ছিলো তাদের বলতে - একদিন এসো আমার জগতে
তোমাদের দেখায় আয়োজনের বিবরণ
দেখতে পারবে, থাকতে পারবে তো দুদিন?

তোমাদের দেখায় সোনার খাঁচায় সোনালী জীবন
তোমাদের দেখায় মেঘের গর্জন, মৌলবাদের নতুন ধরন
মুখথুবড়ে পড়ে থাকা অসার দেহ
যেখান থেকে বাহির হয় ধর্মীয় অমর বাণী
দায়িত্বে পাশকাটিয়ে কিভাবে গজিয়ে উঠে ধর্মীয় গোড়ামী
স্বার্থের কাছে কিভাবে হেরে যায় বিধির বিধান
সহ্য করতে পারবে তো, দৌড়ে পালাবে নাতো?