তুমি কি এখনো কালো শাড়িটা পরো
সাথে কলো টিপ আর গোল কালো ফ্রেমের চশমা
আর কোনদিন শিমুল বনে যাওনি
তোমার ঠোঁটের সাথে শিমুল ফুলের রঙ কি এখনো মিলে যায়
টানা চোখে কি শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে থাকো - অপলক তাকিয়ে থাকো কোন অদৃশ্য প্রকৃতির মায়ার প্রতি।
আনমনে ভাবতে থাকো, হারিয়ে যাও, আবার ফিরে আসো
কালো কাচের চুরি গুলো কি আজও আছে, পরোনা
হাতের মেহেদির রঙ কি উঠে গেছে
খোলা হালকা লাল চুল কি চশমার ফ্রেমের উপর চোখের কোণে নেমে আসে। হাত দিয়ে সরাতে যেয়ে আঁচলটা কি পড়ে যায়?
আচ্ছা, এগুলো কি শুধু শোকদিবসে পরো!