তুমি কি দেখতে পাও-
খাঁচার ভিতর বন্দি পাখির আর্তনাদ?
তুমি কি শুনতে পাও-
বোবা কৌকিলের কণ্ঠস্বর?
তুমি কি অনুভব করতে পারো-
স্বজন হারাদের হাহাকার
পারো না, তুমি আজ বিকৃত মস্তিষ্ক!
তুমি আজ অন্ধ- কালা- বোবা...
তুমি আজ বিবেক বর্জিত পাষাণ
বাক-স্বাধীনতাহীন জড়মানব।
তোমার শরীরে আজ রক্ত নেই, তারুণ্যের তেঁজ নেই
তুমি প্রতিবাদের ভাষাহীন আদিম মানব।
যেখানে পশুতে পশুতে মিলে হয় - নরপশু
সেখানে তুমি নির্বাক- স্তব্ধ
পুরো দেশ ছেঁয়ে গেছে দামাল ছেলের সোনার থাবায়;
সেখানে মানব তোমার কোন ঠাই নাই
তুমি আজ নিরব দর্শক, উৎসুক জনতামাত্র।।
(বুয়েট ছাত্র 'আবরার ফাহাদ' হত্যার প্রতিবাদে কবিতাটি লেখা)
উৎসর্গ: আবরার ফাহাদ
রচনা কাল: ৭ অক্টোবর ২০১৯