তোমাকে জোছনা ভেবে, নিশি রাত জেগে বসে আছি চাঁদ হয়ে
তোমাকে কষ্ট ভেবে, সুখগুলোকে দিলাম বিদায়
তোমাকে মায়া ভেবে, আবেগকে প্রশ্রয় দিলাম না
তোমাকে রহস্যময়ী ভেবে, মনের কথা প্রকাশ করলাম না।

তোমাকে সত্য ভেবে, মিথ্যাকে ছুটি দিলাম
তোমাকে প্রেম ভেবে, ভালোবাসাকে ঠাই দিলাম
তোমাকে ছলনাময়ী ভেবে, ভবঘুরে হয়ে গেলাম
তোমাকে আশা ভেবে, নিরাশার ডাল ছেটে দিলাম
তোমাকে স্বপ্ন ভেবে, দুঃস্বপ্নকে ভুলে গেলাম।

আসলে তোমাকে কিছু ভাবতে পারিনি
ভাবলে কি এতো সহজে ছাড়তে পারতাম?
তোমাকে ভাবনার জগতে আঁকতে পারিনি
তোমাকে স্বপ্নে দেখি নাই, সবকিছুই ভ্রম ছিল
ঠিক মরীচিকার মতো!