টানা টানা চোখের মায়ায়
বেঁধেছো আমায়
চোখ সরাতে পারিনা আমি
অন্তরে গিয়ে বিঁধে ঐ চোখের দৃষ্টি!
চুলগুলো যখন নেমে আসে তোমার মুখে
মাতাল হয়ে যায় আমি
হিংসা হয় ঐ চুলের জন্য
সরিয়ে দিতে ইচ্ছে হয় আলতো করে।
তোমার ঠোটে যে মায়া
যে স্নিগ্ধ অনুভূতি
উন্মাদ হয়ে যায় আমি
চূর্ণ - বিচূর্ণ হয়ে যায় আমার হৃদয় পৃথিবী।
তাকাতে পারিনা আমি
তোমার মুখের প্রতি
যেন ছারখার হয়ে যায়
আমার পরো পৃথিবী।
কোন অজানা রংহীন অনুভূতিতে
কিসের মোহে জড়ালে আমায়
থাকতে পারিনা না দেখে তোমায়।
মনপ্রাণ উজাড় করে বলে দিতে ইচ্ছে হয়
হৃদয়ের না বলা কথামালা
কবে বলবো এই ভেবে যায় আমার সারাবেলা।।