ঐ দূর পানের চেওনা আর -মিতালি
ফিরে চাও এই পানে,
তুমি তো রাতে একা ভয় পাও
ঐপানে ধেয়ে  আসছে আধারের গীতালী!

শ্রবণ করো না তুমি ওই পানি ভেসে আসা শব্দ
ক্ষন সময়ের অমীয়সিক্ত টানে,
কিছুক্ষণ বধির হও,
    এই পানে ফিরে চাও
শ্রবণ কর ফিরে আসা ছন্দ।

ঐ পানে কথা বলোনা তুমি আর
শুভ মায়ায় মূক হও,  
এই পানি ফিরে চাও,
মুখোমুখি বসে কথা বলো আবার।

আর তুমি হেসো না,
    ঐ পানে তরুলতা ঘাস দেখে,
এই বোকা বোকা হাসি আমায় দাও,
              আর এই পানে ফিরে চাও।
কালো চুলের ভাজে, কালো চুলের ফাঁকে
        ওষ্ঠ রাঙা ঠোঁটে হাসির ছক একে।

স্বর্গপরী-রাঙ্গাপরী, আমিই ভালোবাসি
      আর তোমায় ডাকছি,
দেখো না ঐ পানে দূর থেকে রক্তিমা গোধূলি
        এরপরেই রাত,
        আর আধারে ভয় পেয়ো না,
    বাড়িয়ে দাও হাত,
            এই পানে ফিরে চাও মিতালী।