শোনো নিশি!
কখনোও ঘোর মহানিশায়' ইচ্ছা করে,
চাঁদের আলোয় চোখ জোড়াক
কোন এক পাগল কবি,
হোক তোমার মনের খোরাক।
ঐ নিশি!
আর কতবার আসি আসি করে আসবে না?
স্বপ্ন ডিঙ্গায় মধুমতির জলে ভাসবে না।
ঐ দেখ জাগ্রত ক্যানেডালাইটে জোনাক।
কোন এক পাগল কবির,
হবে কি তুমি মনের খোরাক?
মিষ্টি নিশি!
এই মহানিশায় একটু বেশি,
জোছনার রং, মেখে নিলো আকাশের শশী।
হঠাৎ ঝি ঝি পোকার সুরেলা ডাক,
আর পাহারায়, মৌমাছির ঝাক
তাদের গুন গুন গানে তাল মিলিয়ে,
একবার বলবে কি ওষ্ঠ্য কাঁপিয়ে?
হে পাগল কবি,
আমি হব তোমার মনের খোরাক।
*সমাপ্ত*