সে ফিরল,
তবে আমার হয়ে নয়,
অন্য কারো।

অথচ,
আমার  মন-হাত, তার কাছে জড়ো
তবুও,
কি সে ফিরলো?

আসলেই শুকতারা ফিরে না।

যে কখনোই  ছিল না,
    সে ফিরবে কিভাবে?