রোজ সকালে...
ঘড়ির এলার্মে ঘুম ভাঙ্গে।
চক্ষু বন্ধ রেখেও,
মনে মনে জেগে।
এমনতো হওয়ার ছিল না!
রোজ ভোরে,
চাদঁ দেখা যায়।
চড়ুই পাখির কিচিরমিচির।
আর আকাশ ছায় কাকে!
রোজ ভোরে..
আযান শোনা যায়,
ভোরের নামাযে নাকি -
দিন ভালো যায়?
রোজ সকালে..
মানুষের ডাক শোনা মুশকিল।
এই ব্যস্ত শহরে-
কীসের আবার চিল?
চক্ষুপাত শুধু নীল আকাশের নীল!!
...এলিয়েন