ব্যস্ততার শহর ঘিরে,
মায়া জন্মে ধীরে ধীরে
অবাস্তব শহর ত্যাগ করে..
বাস্তব বাড়ির নীড়ে।
আসবো না হয়তো এ শহরে,
কাদঁবে না কেউ রাত-প্রহরে।
জাগবে না কেউ খুব ভোরে,
শুনবে না কেউ আর্তনাদ,
ডাকবে না কেউ খুব জোরে;
আসবে না হয়তো এ শহরে।
জীবন যাত্রা অনেক দূরে,
বাস্তব-মিথ্যা জীবন মোড়ে!
ঘোরাঘুরি শহর জুড়ে,
অংক কষলে একদিন গড়ে..
স্মৃতি খন্ডে ডায়েরী ভরে,
আসবো না হয়তো এ শহরে;
অবশেষে শহর ছেড়ে....শহর ছেড়ে চিরতরে!