: পড়ন্ত বিকেলে ঘুমকে ডেকেছো!
রোমান্টিকতা বলতে কিছু নেই?
: আমি তো এমনই....
: মিষ্টি রোদে মেয়েটি সূর্যের সাথে কথা বলছে।
তুমি চুপচাপ ।
: নাহ তো! আমিও কথা বলছি..
: দাতেঁর চোয়াল নড়ে না,
মুখে কম্পন হয় না,
গাছের পাতাও তো শোনে না।
কে শোনে?
: তুমি শুনো!
: তোমার কী ভালো লাগে?
: ঘুরতে,
হালকা ঝড়ে ভিজতে,
নিশ্চুপ থাকতে,কখনও বা
নিজের সাথে কথা বলতে।
: একা ঘুরতে ভালো লাগে?
: ভালো না,ভয় লাগে।তবে দোকা থেকে বেশি না!
: তুমি নিরামিষ একটা!
: আমিষ থাক অগণিত!নিরামিষ একটা থাকাই ভালো..
: সবসময় চুপ থেকো না।নিয়ম মতো কথা বলো।
: সে আমার দ্বারা হবে না...
: ছোট্ট পাখি যদি আকাশে উড়তে পারে,
ডুবুরি যদি মুক্তো আনতে পারে,
চিত্রকার যদি রং-তুলিতে ভরিয়ে তুলতে পারে,
গল্পকার যদি গল্প বানাতে পারে,
তুমি পারবে না কেন?
: তুমি তো জানো!আমি এমনই...
পাখির মতো উড়তে ভালো লাগে না,
মুক্তোর মতো উজ্জ্বলতা শোভা পায় না।
চিত্রাকারের চিত্র হবো,তবে
গল্প বানাবো না,গল্প হবো!
: উফ্!!!!তুমি এমন কেন?
: হ্যাঁ, আমি এমনই...
তুমি কবি হলে কি হবে?
আমিও কাব্য রচনা করতে পারি।
তুমি 'নিঃসঙ্গতা' হলে কি হবে?
আমি কিন্তুু তোমারই অনুসারী!
-- এলিয়েন