কবি শখ করে,
কবিতা চয়ন করে।
রচিত কবিতা যারে বুঝায়,
বুঝতে নাহি সে পারে।
কবির ইচ্ছে জাগে,
একদিন বিকেলে হাত ধরে!
ক্লান্তি শেষে পড়ন্ত বিকেলে বসে,
খেয়াহীন নদী তীরে ।
ইচ্ছে আর অনুভূতিগুলো
হৃৎপিন্ডে বদ্ধ রেখে,
কবিতা চয়ন করে কবি।
কবি ভালোবাসা নেয়,
ভালোবাসা দেয় কবিতায়।
ভালোবেসে কবিতা চয়ন করে কবি,
রচিত কবিতায় ভালোবাসা বুঝায়।
তব দুঃখ একটাই!
যারে ভালোবাসা বুঝায়,
বুঝে না সে কবিতা।
কবির আর্তনাদ,
বুঝে না কেউ,কেউ বুঝে না!
স্বপ্নচূড়ায় শূণ্য আঙিনা
সে বুঝেও বুঝে না।
কবির কবিতায় বিশ্বাস
অবুঝ বুঝবে আশ্বাসে কবি,
ইতি জীবন ত্যাগে প্রশ্বাস।
সেদিন বুঝবে!
কবির বিশ্বাস ।
---- এলিয়েন