যখন অস্থির হয়ে পড়ি,
কবিতা লিখি,আর
স্থিরতা ফিরিয়ে আনি।
যখন মন খারাপ হয়
কবিতা লিখি,
আর মনকে শান্ত করি।
যখন রাগ হয় খুব
কবিতা লিখি,
আর মেজাজকে শান্তনা দিই।
বিরক্ত হয়ে মাথা ব্যথা উঠলে,
কলম হাতে ডায়েরী নিয়ে বসি।
আর ডায়েরীও শান্তনা দিয়ে
বলে- "শান্ত হও,বিরক্ত হইয়ো না রূপসী!
জানো!আমি তো আছি।
এখন তবে আসি?
শান্ত হও প্রেয়সী।"
-- এলিয়েন