১. সাগরের বুকে ঢেউ ভাঙ্গে
পৃথিবীর সকল ভালোবাসাহীন মানুষের
জন্যই প্রতিরাতে নীলিমার বুকে চাঁদ ওঠে
পূর্ণিমা রাতে ফোটে ফুল
আমাবস্যার নিশিতে ওঠে তারা
চাঁদের ঠোঁটে চুম্বর এঁকে দেয় শুকতারা
আকাশের জমিনে রঙধনু জাগে
পাথরের বুকে ঝরণা নামে
স্বামী পরিত্যক্তা নারীর বে সাগরের ঢেউ ভাঙ্গে
অগ্নুৎপাত জ্বলে আর নিভে
ছেলে হারা মায়ের বুকে চিনচিনে ব্যথা
আকাশের দীঘিতে মানবীর শরীর ভাসে
প্রেমিকের মনে সাগরের ঢেউ ভাঙ্গে
ভাঙ্গা গড়ার এই খেলাতেই
চরের বুকে পলিমাটি জমে
এক সাগর ঢেউ ভাঙ্গে প্রেমিকের মনে।

২. এসো জোৎস্নায় স্নান করি
এসো প্রিয়, আর নয় অযথা রাগারাগি
জলে ভেসে যাক বৃথা এই ঝগড়াঝাটি
সকল অভিমান ভুলে
এসো জোৎস্নায় স্নান করি
এসো ছাদে গিয়ে চাঁদ দেখি
নিশীথ রাতে-পাখির ডানা ঝাপটানির শব্দে
আবার কেঁপে কেঁপে ওঠি
আবার জেগে জেগে ওঠি
এসো জোৎস্নায় স্নান করি
এসো ছাদে গিয়ে চাঁদ দেখি।