জোনাক জ্বলা গাঁয়ের কথা বলি
চাঁদনি রাতে মেঠো পথে চলি
রাত দুপুরে শিয়াল মামা ডাকে
শ্যাওড়া বনে ভূত ভাইটা থাকে।

ঘুম আসেনা বকুল ফুলের ঘ্রাণে
আযানের সুর দোলা দেয় প্রাণে
সাঁজের বেলায় পাখি নীড়ে ফিরে
মাছ ধরতে জেলেরা যায় বিলে।

দস্যু ছেলে গুলতি হাতে ছোটে
শিকার যদি একটা তাতে জোটে
সোনার ছেলে কাস্তে হাতে যায়
সুলতান মাঝি নৌকার বৈঠা বায়।

মগডালে ডাকে এক কানা বগির ছা
ফেনী নদীর বাঁকে থাকে আমার ছোট্ট গাঁ
সবুজ নিকুঞ্জে ভরা মজলিশপুর তার নাম
পৃথিবীর মূল্য সমান হাঁকাতে পারি দাম।