শিরোনাম “কাম্য নহে যাহা”
অত্যাচারির অত্যাচারে¦,কম্পিত এই বিশ্ব,
হিংসুটের হিংসায়,সব কিছু হাড়িয়ে নিঃস্ব।
অনিষ্টকারী অনিষ্টতায়,কারও শান্তি নাই,
স্বর্গতুল্য দুনিয়াটি,জাহান্নাম হয়ে যায়।
দুশমনের দুশমনিতে,আতঙ্কিত প্রাণ,
স্বার্থবাদী স্বার্থের কারণ,বাজায় বিষের বীণ।
শয়তানের এক শয়তানিতে,ক্লিষ্ট সর্ব জন,
উন্নয়ণশীল বিশ্ব ভুবন,স্থবির হয় তখন।
নিন্দুকেরা নিন্দায়,অনল জ্বালায় মনে,
সভ্য সমাজ কাতর হয়ে,কাঁদে রাতে দিনে।
পাষণ্ডের পাষণ্ডতায়,স্তম্ভিত অগ্রযাত্রা,
বিষন্ন বিষাদ ক্রন্দনে,বৃদ্ধি রিক্তের মাত্রা।
নিষ্ঠুরের নিষ্ঠুরতায়,বিকলাঙ্ক প্রযুক্তি প্রথা,
কাম্য নহে যাহা,হয় তাহা,সবার ব্যথা।