বাংলার বিজয় হয়েছিলো সেই দিন।
আমি অধ্যয়ণ করছিলাম ক্লাশ নাইন।।
বাংলার বিজয় হয়েছিলো সেই দিন।
ডিসেম্বর উনিশ শ একাত্তর শুভক্ষণ।।
বাংলার বিজয় হয়েছিলো সেই দিন।
স্বার্থান্বেষী হানাদার হায়েনার প্রস্থান।।
বাংলার বিজয় হয়েছিলো সেই দিন।
ইয়াহিয়া টিক্কা ভুট্টুর চক্রান্ত পতন।।
বাংলার বিজয় হয়েছিলো সেই দিন।
নদ-নদীর স্তব্ধ জলরাশী প্রবহমান।।
বাংলার বিজয় হয়েছিলো সেই দিন।
চন্দ্র-সূর্য-আকাশ-বাতাসে জয়গান।।
বাংলার বিজয় হয়েছিলো সেই দিন।
দোয়েল শ্যামা ঘুঘু টিয়ার মুগ্ধ বচন।।
বাংলার বিজয় হয়েছিলো সেই দিন।
লাল সাদা নীল ফুলে ভ্রমরের গুঞ্জন।।
বাংলার বিজয় হয়েছিলো সেই দিন।
নতুন নামে বাংলাদেশ প্রতিস্থাপন।।