বিজয় দিবস
স্কুল মাঠে এসে, ছাত্র ছাত্রী মিলে, খেলাধূলা দিনভর।
বিজয় দিবস, প্রাঞ্জল পরশ, মহা আনন্দ মুখর।।
স্বাধীন স্বদেশ, বিজয়ী আবেশ, একাত্তর ডিসেম্বর।
মধুর আনন্দে, ছন্দে ছন্দে নৃত্যে, স্নিগ্ধ মনঃমুগ্ধকর।।
জাতি ধর্ম ভুলে, এক সাথে মিলে, বহুরূপী আয়োজন।
সঙ্গীত কবিতা, প্রবন্ধ-নাটিকা, বক্তৃতা পরিবেশন।।
প্রাণ খুলে গাই, নর-নারী সবাই, বিজয়ের জারী গান।
অক্ষুন্ন অম্লান, সৌরভ অনির্বান, বাংলাদেশ চিরদিন।।