সরল সোজা সুখি জীবন,
সত্যি সত্যি কাম্য;
লোভী মানুষ স্বপ্নে বিভোর,
হারায় ভারসাম্য।

স্বার্থ লিপ্সায় সব ভুলে যায়,
সাজে বেঈমান;
স্বার্থ সিদ্ধির নিমিত্তে তাই,
ক্লিষ্ট তার মন প্রাণ।

নখ ফুলে কলা গাছ হতে চায় ,
রাতের আঁধারে,
অন্ধ গলীর চোরায় পথে,
অর্থ কামাই সে করে।

বাপের কাঁধে ভিক্ষার ঝুলি,
ছেলে কিনে গাড়ী;
চন্দ্রের দেশে হানিমুন করে,
মঙ্গল গ্রহে বাড়ী।

স্বার্থ ভোগী শয়তান সে তার,
মন্দ আচরণ;
স্বার্থ সিদ্ধির নিমিত্তে তাই,
হৃদয়টা পাষাণ।

তুচ্ছ পুচ্ছ কলুষিত করে রব,
কাউকে জন্ম দেননী;
হস্ত পদ নথ চোখ মস্তক,
সমান সৃজনী।

সকল মানুষ সৃষ্টি করে,
একই উপাদনে;
হিন্দু বৌদ্ধ মুসলিম হয়,
আচার আচরণে।

পরিবেশের জন্যে মানুষ,
দুষ্ট খারাপ হয়;
বাঘের বাচ্ছা ছাগল ছানা,
মিলে মিশে রয়।


বিশেষ মোনাজাত-
আল্লাহ! আমার পিতা ও মাতার
বিদেহী দু‘টি বেহেস্তে রাখেন।