ঐক্য
চলো যাই জয় পুর
মনে প্রাণে জ্বলে নূর।
যদি করি স্বেচ্ছা শ্রম,
ছায়া কায়া অনুপম।
সবে মিলে এক হই,
সৎ কাজে বেঁচে রই।
ধর্মে কর্মে বাধা নাই,
তাতে যেন শান্তি পাই।
যত আছে তত নিয়ে,
সুখে থাকি অল্প পেয়ে।
টাকা কড়ি ধন যত,
কষ্ট ব্যথা আছে তত।
সবে মিলে করি কাজ,
শান্তি পাবে বিশ্ব রাজ।