ফিলিস্তিন দেশটি ধ্বংস করলো
মানুষ রূপী পাষাণ,
নির্যাতনের স্বীকার হলো
নিঃস্ব জাতি মুসলমান।
রক্ত স্রোতে রক্তিম আকাশ
তুমুল বৃষ্টি বর্ষণ,
রবি শশি সারা নিশি
শুধায় মনঃ বেদন।
বৃক্ষ তরুর শ্বাস প্রশ্বাস
হয়েছে ভীষণ ক্ষীণ,
ক্ষুধায় ক্লান্ত বনের পশু
খায়নি একটি তৃণ।
আকাশে বাতাসে তপ্ত বায়ু
প্রবাহিত নিরবধি,
বোমার আগুনে পুড়ে ছাই
বাম হয়েছে বিধি।
জঙ্গী যান থেকে বোমা মেরে
পথ ঘাট সব প্রান্তর,
ভেঙ্গে চুড়ে মেচাকার করে
অত্যাধুনিক যন্ত্রর।
ভেঙ্গে চূড় মার স্থাপনা যত
গুরুত্ব পূর্ণ ভবন,
অনাহার অনিদ্রায় মানুষ
হলো মৃতের সমান।
ধর্ষিতা রমনীর কান্নায়
কম্পিত বিশ্ব ধরনী,
পাষণ্ড সৈনিকের হৃদয়
একটুকও গলেনি।
হায়রে! কি নিষ্ঠুর কাহিনী
যা ইতিহাস বিরল,
অসহায় নিরুপাই নিঃস্ব
আসলে ওরা সরল।
যুবতী কিশোরীর ইজ্জৎ
অবাধে করে হরণ,
কোটি মানুষের নিলো প্রাণ
অসংখ্য কারা বরণ।
নিরপরাধ অবোধ শিশু গুলি
কাতরায় দিবা রাত্রী,
বুকে পিঠে বেঁধে নিয়ে মাতা
অচিন পথের যাত্রী।