বরত্ব
কাষ্ঠ চেয়ার ভাঙ্গা টেবিল,ছিলো যার বাবার,
দুই বেলা পেট ভরে তার,ছিলো না খাবার।
ভাঙ্গা সুটক্যাস সম্বল তার,জীর্ণ মাটির ঘর,
ভাগ্যের চক্রে পদবী পেয়ে,আপন করে পর।
পদের বরত্বে স্বপ্ন দেখে,অতীত ভুলে যায়,
জন্মের পর চৌদ্দ গোষ্টির,নাই তো পরিচয়।
অহংকারে সীমা নাই তার,পা রাখে না মাটি,
দিনের বেলায় সেচ্ছাচারী,রাতে মদের ভাঁটি।
চোখ রাঙায় সবার সাথে,মুখে কর্কস ভাষা,
মঙ্গল গ্রহে স্বর্ণ মহল,তৈরী করার আশা।
স্বপ্ন রঙিন কল্পনা তার,রঙের মেলা যায়,
সোনার তরী ভাঁসাই দিয়ে,রঙিন পানি খায়।
জীবন যৌবন নষ্ট হলো,এক পলকে তার,
পদের বরত্ব করে যারা,কেউ পায় না পার।